ফুলবাড়ী উপজেলার মধ্যস্থান খড়িবাড়ী হাট সংলগ্ন ফুলবাড়ী-কুড়িগ্রাম ও ফুলবাড়ী-নাগেশ্বরী পাকাঁ রাস্তার পাশেই এই প্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২০০১ সালে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতিপ্রাপ্ত হয়ে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। এত্র এলাকার একজন বিদ্যানুরাগী ব্যক্তির আর্থিক অনুদানেই এটির নামকরণ করা হয় সাইফুর রহমান মহাবিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখাসহ এইচ,এস,সি(বি এম) কোর্স চালু রয়েছে।
অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় ২০০০ সালে সাইফুর রহমান মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু এরপর ২০০১ সালে ছাত্র/ছাত্রী ভর্তির অনুমতি প্রাপ্ত হয়। এলাকার শতশত মানুষের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব আতাউর রহমান শেখ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মান করেন এতে উপস্থিত ছিলেন এত্র এলাকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন। এত্র এলাকার একজন বিদ্যানুরাগী ব্যক্তির আর্থিক অনুদানেই এটির নামকরণ করা হয় সাইফুর রহমান মহাবিদ্যালয়।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ রফিকুল ইসলাম | ০১৭১৮৪৮৮২৮০ | baravita.uisc@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
৪০০ জন
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ আব্দুল আউয়াল বেপারী | সভাপতি |
০২ | অধ্যক্ষ, সাইফুর রহমান মহাবিদ্যালয় | সদস্য সচিব |
০৩ | জনাব মোঃ সাইফুর রহমান | প্রতিষ্ঠাতা |
০৪ | জনাব মোঃ মজিবর রহমান | দাতা সদস্য |
০৫ | জনাব মোঃ এমদাদুল হক সিদ্দিকী | শিক্ষক প্রতিনিধি |
০৬ | জনাব মোঃ মিজানুর রহমান সরকার | ,, ,, |
০৭ | জনাব মোছাঃ হেলেনা পারভীন | ,, ,, মহিলা |
০৮ | জনাব মোঃ জাকির হোসেন | অভিভাবক সদস্য |
০৯ | জনাব মোঃ নুর হোসেন শেখ | ,, ,, |
১০ | জনাব মুহাঃ শামছুল হক | ,, ,, |
১১ | জনাব সাইফুর রহমান | ,, ,, |
১২ | জনাব আন্জুমান আরা বেগম | সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য |
ফুলবাড়ী উপজেলার মধ্যস্থান খড়িবাড়ী হাট সংলগ্ন ফুলবাড়ী-কুড়িগ্রাম ও ফুলবাড়ী-নাগেশ্বরী পাকাঁ রাস্তার পাশেই এই প্রতিষ্ঠানটি